প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ২১:২১
শাহরাস্তি উপজেলা বিএনপির ইফতার মাহফিল

শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ ২০২৫) উপজেলার শাহ সাহেব মসজিদ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মো. কামাল উদ্দিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দলের কিছু লোক অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে। দলের আদর্শের বাইরে গিয়ে চাঁদা আদায় ও অন্যান্য অপকর্ম করছে। তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান কঠিন নির্দেশ দিয়েছেন, আপনারা কেউ কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি করবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দারসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।